চট্টগ্রামের ডিসি-এসপির নম্বর ক্লোন করে টাকা দাবি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ২৩:২৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ২৩:২৮
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই ঘটনায় রোববার নগরীর কোতোয়ালী থানায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ও সীতাকুণ্ড থানায় পুলিশ সুপারের পক্ষ থেকে আলাদা দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সমকালকে বলেন, ‘একটি নম্বর থেকে আমার সরকারি নম্বরটি ক্লোন করে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা দাবি করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপারের সরকারি নম্বরও ক্লোন করে একইভাবে টাকা দাবি করা হয়েছে। বিষয়টি উদ্বেগের। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। আপাতত থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছি। আমাদের ধারণা কোনো একটি গোষ্ঠী বা চক্র এই কাজটি করছে। কারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের চেহারা সবার সামনে তুলে ধরতে পারব। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সীতাকুণ্ড মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এক প্রতারক এসপি স্যারের ফোন নম্বর ক্লোন করে প্রথমে ডিউটি অফিসারকে ফোন করে। পরে এসআই সোহেলের মোবাইল ফোনে কল দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। আমি সবকিছু জানার পর সেই নম্বরটি এবং কথোপকথন শুনে সে যে একজন প্রতারক তা নিশ্চিত হই। পরে এসপি স্যারের সঙ্গে কথা বলে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রতারককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি।
এসপি শফিউল্লাহ জানান, ডিসি-এসপির নম্বর ক্লোন করে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- এসপি
- ডিসি