নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু শুক্রবার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৯-২০ মৌসুমের আখ মাড়াই শুরু হবে শুক্রবার।
এদিন বিকেল ৩টায় মিল প্রাঙ্গনে দোয়া মহফিলের মধ্য দিয়ে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) মাজহারুল ইসলাম জানান, চলতি মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ২ লক্ষ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার ১৬০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ।
এ বছর ২৪ হাজার একর জমিতে আখের আবাদ করা হয়েছে। বন্যায় পদ্মার চর এলাকায় প্রায় ৫ হাজার একর জমির আখ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।