কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয়
কসবা সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের পরিচয় পাওয়া গেছে।
সোমবার রাত পৌনে ৩ টার দিকে উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন- ১. মজিবুর রহমান (৫৫), বাবা আবদুল জলিল, পশ্চিম রাজারগাঁও,
হাজিগঞ্জ, চাঁদপুর ২. কাকলী বেগম (২০), স্বামী মঈন উদ্দিন, দক্ষিণ
ঈশানপুর, হাইমচর, চাঁদপুর ৩. ইয়াছিন আরাফাত (১২), বাহুলা, হবিগঞ্জ ৪. মো.
রিপন মিয়া (২৫), বাবা আজমতউল্লাহ, সৈয়দাবাদ, হবিগঞ্জ ৫. সুজন আহমেদ (২৪),
বাবা প্রয়াত আবদুল হাশিম, তীরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ ৬. জাহেদা খাতুন (৪৮),
স্বামী মুসলেম মিয়া, গাজীপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ৭. কুলসুম বেগম
(৩০), স্বামী মজিবুর রহমান, পশ্চিমরাজারগাঁও, হাজিগঞ্জ, চাঁদপুর ৮. আল
আমীন (৩০), বাবা আইয়ুব হোসেন, মদনমূরক, বানিয়াচং, হবিগঞ্জ ৯. মরিয়ম বেগম
(৬), বাবা জাহাঙ্গীর, ঈশানপুর, হাইমচর, চাঁদপুর ১০. আলী মো. ইউসুফ (৩২)
আনোয়ারপুর, হবিগঞ্জ ১১. পিয়ারা বেগগম, স্বামী আবদুস সালাম, আহমাদাবাদ,
চুনারুঘাট, হবিগঞ্জ ১২. আদিবা (২), বাবা সোহেল, বড়বাজার, বানিয়াচং,
হবিগঞ্জ ১৩. সোহামনি (৩), বাবা সোহেল রানা, বাহ্মণবাড়িয়া ১৪. রবী হরিজন
(২৩), বাবা শংকর হরিজন, মাইজদী, নোয়াখালী ১৫. ফারজানা (১৫), বাবা বিল্লাল
মিয়াজি, উত্তর বালিয়া, চাঁদপুর ১৬. আমাতুন বেগম (৪১), স্বামী জাহাঙ্গীর হোসেন, হাইমচর, চাঁদপুর।
নিহতদের পরিচয় জানতে স্থানীয় বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে একটি অস্থায়ী তথ্য
কেন্দ্র খোলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালনকারী ব্রাহ্মণবাড়িয়া
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.সামছুজ্জামান সমকালকে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।