- সারাদেশ
- অনলাইনে জিনিসপত্র অর্ডার করল বানর!
অনলাইনে জিনিসপত্র অর্ডার করল বানর!

ছবি: এনডিটিভি
অনলাইনে আমরা দৈনন্দিন বাজার-সদাইয়ের জন্য অর্ডার করে থাকি। কিন্তু সম্প্রতি চীনের একটি বানর অনলাইনে মুদি দোকানের জিনিসপত্র কেনার অর্ডার দিয়ে রীতিমত অবাক করে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বানরটিমালিক হলেন পালেন এলভি মেংমেং নামে এক ব্যক্তি। দেশটির চ্যাঙঝাউ শহরের ইয়ানচেঙ ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কাজ করেন তিনি। একদিন তিনি দেখেন, তার অনলাইন অ্যাকাউন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে মুদি দোকানের জিনিসপত্র। অথচ তিনি কিছুই জানেন না এ ব্যাপারে।
পরে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন, ঘটনাটি তার পোষ্য বানরটিই ঘটিয়েছে। তবে মেঙমেঙ বানরটির দেওয়া অর্ডার বাতিল করেননি।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বানরটি দরকারি জিনিসপত্রই অর্ডার করেছিল। তাই সেই অর্ডার বাতিল করেননি তিনি।
মেংমেং জানান, তিনি প্রায়াই অনলাইনে বিভিন্ন পণ্যের অর্ডার দেন। বানরটি তা দেখেই হয়তো অর্ডারের কৌশল শিখেছে।
মন্তব্য করুন