আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছেলে এবং তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগের কোনো পকেট কমিটি হবে না। এখানে তৃণমূল নেতাকর্মীদের সমর্থন নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি করা হবে।

বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে আয়োজিত নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ধরেছিলেন। নগরকান্দা-সালথা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। সৈয়দা সাজেদা চৌধুরীর এলাকায় কোন কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে পারবে না।

সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ জামান বাবুল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া, সহ-সভাপতি কাজী আবুল কালাম, সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন প্রমুখ।