ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

যবিপ্রবির ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

যবিপ্রবির ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ২১:৩৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ২১:৩৯

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করো হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই বছর করে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের মোছা. ফৌজিয়া তাবাসসুম, একই বিভাগের মো. সৈকত হাসান, বৃষ্টি রাণী পাল এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অমিয় দাস। এক বছর করে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ইংরেজি বিভাগের এস এম নাঈম হোসেন ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সুমন কুমার মণ্ডল। এছাড়া কোর্স বাতিল হয়েছে ইংরেজি বিভাগের সাদিয়া তাসনিম, ইংরেজি বিভাগের হাসান মাহমুদ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. রাবেয়া সুলতানার। 

আরও পড়ুন

×