রাস্তায় লোক সমাগম করায় ছাত্রলীগ নেতাকে জেল জরিমানা
ছাত্রলীগ নেতা রনি বিল্লাহ।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ০৭:১৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ | ০৭:১৮
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লকডাউনের সময় রাস্তায় জনসমাগম এবং সরকারি নির্দেশনা অমান্য করায় রনি বিল্লাহ (২৮) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে ৮ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সোনারগাঁও পৌরসভা এলাকায় রাস্তায় ট্রাক থামিয়ে লোকজন নিয়ে জনসমাগম করায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন রনিকে প্রথমে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রনি বিল্লাহ পৌরসভার বাসিন্দা নাছির উদ্দীনের ছেলে ও সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগেও রনি বিল্লাহ সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের ওপর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে হামলা চালিয়ে জেলে যান।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, লকডাউন চলাকালীন সময় রাস্তায় জনসমাগম ও রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করায় রনি বিল্লাহ নামের একজনকে ২০১৮ এর ২৫/২ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেওয়া হয়। অনাদায়ে মোট ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।