চট্টগ্রামে এবার নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:২৮
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নাম মোহাম্মদ আলিফ। শিশুটি মাদ্রাসার পেছনে থাকা নালায় পড়ে গেছে বলে পুলিশের ধারণা। এজন্য নালায় খোঁজাখুঁজি করা হচ্ছে।
মঙ্গলবার থেকে নিখোঁজ থাকলেও বুধবার দুপুরে ওই শিক্ষার্থীর বাবা পুলিশকে বিষয়টি জানান। এরপর থেকে তার সন্ধান করা হচ্ছে।
আজ রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নালায় তল্লাশি করতে ফায়ার সার্ভিস ডাকা হয়েছে।
নিখোঁজ শিশু মোহাম্মদ আলিফের বাড়ি কুমিল্লায় হলেও সে পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করত। তার বাবার নাম মো. রাসেল। তার বাসা নগরীর ডিসি রোডে। আলিফ বাকলিয়ার মাদ্রাসা আজিজিয়া তাদরিবুল কোরআনের শিক্ষার্থী।
বাকলিয়া থানার ওসি মো. রহিম সমকালকে বলেন, মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে আলিফ ভবনের ছাদের দরজা খুলে ওপরে উঠেছে। কিন্তু এরপর তাকে আর নামতে দেখা যায়নি।
তিনি আরও বলেন, আবার ভবনের পেছনে যে নালা আছে সেটি ময়লা-আবর্জনায় ঠাসা। তাতে ছোট্ট একটি ছেলে ডুবে যাবে বলেও মনে হচ্ছে না। তবুও নালায় তাকে খোঁজা হচ্ছে। অন্য কোনো বিষয় রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে।