ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

কালিগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩৭ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩৭

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। শনিবার সকাল সাড়ে বেলা ১১টার দিকে উপজেলার নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এর আগে এক সমাবেশে তিনি বলেন, ‘এক দফার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবাইকে রাজপথে থাকতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তির আন্দোলন বেগবান করতে হবে। ’

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব নজরুল ইসলাম তোতা। 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে ও সড়কে অবস্থান নেয়। তবে শোভাযাত্রা কোনো বাঁধা দেয়নি পুলিশ।


আরও পড়ুন

×