ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

অফিসে নেই কর্মকর্তা, ইউএনওর ক্ষোভ

অফিসে নেই কর্মকর্তা, ইউএনওর ক্ষোভ

ফাইল ছবি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৯

মর্জিমাফিক অফিসে আসা-যাওয়া করেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সেটেলমেন্ট অফিসার আবু বকর ছিদ্দিক ও যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার হোসেন। সম্প্রতি তাদের দায়িত্বে অবহেলার বিষয়টি ধরা পড়ে ইউএনওর পরিদর্শনে। তাদের মতো অফিসে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

গত বৃহস্পতিবার দুপুর ১টায় নিজেদের কর্মস্থলে ওই দুই কর্মকর্তা উপস্থিত না থাকার খবর পেয়ে পরিদর্শনে যান ইউএনও সিদ্ধার্থ ভৌমিক। এ সময় দুই অফিসে তালা ঝোলানো দেখে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার হোসেন জানান, দাপ্তরিক কাজেই সেদিন অফিসের বাইরে ছিলেন তিনি। তবে প্রতিদিনই তাঁর অফিসে বিলম্বে আসার কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।

অপরদিকে উপজেলা সেটেলমেন্ট অফিসার আবুবকর ছিদ্দিক জানান, চুনারুঘাট ছাড়াও ছাতক ও দোয়ারাবাজারে অফিস করতে হয় তাঁকে। ফলে চুনারুঘাটে তেমন একটা আসা হয় না। সব কাজ সিলেটে বসে করতে হয়। অফিসে তালা ঝোলার ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, অফিসে রমজান নামে একজনের থাকার কথা। কোনো কারণে তিনি হয়তো বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, উপজেলার সেটেলমেন্ট অফিস ও উপজেলা যুব উন্নয়ন অফিস ছাড়াও এখানে রয়েছে বিএডিসি অফিস, সমবায় অফিস, পরিসংখ্যান অফিস, উপজেলা আইসিটি অফিসসহ আরও বেশ কয়েকটি দপ্তর। তবে প্রায়ই কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে পাওয়া যায় না। এরই পরিপ্রেক্ষিতে ৩১ আগস্ট দুপুরে উপজেলা সেটেলমেন্ট অফিস এবং যুব উন্নয়ন অফিস পরিদর্শনে যান ইউএনও। সেখানে গিয়ে অফিসের দরজায় তালা ঝুলতে দেখেন তিনি।

ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, বেশ কয়েকজন সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করে সত্যতা মিলেছে। নির্ধারিত সময়ে যারা কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×