গরিবের জন্য ১০ টাকার বাজার বিদ্যানন্দের

ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১২ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:১২
নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে বিপাকে পড়া হতদরিদ্রদের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে রংপুরে গরিবের সুপারশপ কর্মসূচি বাস্তবায়ন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। শনিবার সকালে ফিতা কেটে সুপারশপে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান।
প্রথম দিন ১৮টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাজানো সুপারশপে নির্বাচিত ২৫০ জন অসচ্ছল মানুষ প্রত্যেকে ১০ টাকা সমমূল্যের প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। এতে প্রতি কেজি চাল, আলু, লবণ এবং একটি মিষ্টিকুমড়া, একটি লাউয়ের দাম ধরা হয়েছে এক টাকা। একই দামে পাওয়া যাবে চারটি বিস্কুটের প্যাকেট, টি-শার্ট ও খাতা। এছাড়া এক জোড়া স্যান্ডেল, এক কেজি মসুরের ডালের প্রতিটির দাম ধরা হয়েছে দুই টাকা। এক কেজি চিনি ও আটার প্যাকেট প্রতিটির দাম ধরা হয়েছে তিন টাকা। একটি লুঙি, একটি স্কুলব্যাগ, এক লিটার তেল প্রতিটির দাম ধরা হয়েছে চার টাকা। একটি ব্রয়লার মুরগি, একটি মাছ প্রতিটির দাম ধরা হয়েছে পাঁচ টাকা।
সুপারশপে পণ্য কিনতে আসা নগরীর ইসলামপুর হনুমানতলার বাসিন্দা সবুজ মিয়া, মিস্ত্রিপাড়ার আবুল কালাম, ভগিবালাপাড়ার আনোয়ারা বেগম, কুকরুল এলাকার আছিমন বেগমসহ অনেকেই জানান, বাজারে জিনিসিপত্রের দামের কারণে চাইলেই অনেকে মাছ-মাংস ও ডিম খেতে পারছেন না। এরকম দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়ে রংপুরে হাজির হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ফারুখ আহমেদ বলেন, এই ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করছে। করোনার পর থেকে দেশের প্রান্তিক পর্যায়ের হতদরিদ্র ও বয়স্ক মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সুপারশপে একজন হতদরিদ্র মানুষ ১০ টাকার টোকেন মানি দিয়ে ৬০০ থেকে ৭০০ টাকার ব্যাগভর্তি বাজার করেছেন, যা তাদের খাদ্যসহ আমিষের চাহিদা মেটাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান বলেন, এ চমৎকার উদ্যোগ রংপুরে বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সরকার নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে টিসিবি ও ওএমএসের মাধ্যমে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে। এর পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সংগঠন ও বিত্তবানরা এগিয়ে এলে এগিয়ে যাবে বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী।
- বিষয় :
- বাজার
- বিদ্যানন্দ