ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:২৬ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:২৬

সম্মেলনের এক বছর পর মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৬ জনের নাম উল্লেখ করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ রেজাউর রহমান সুমন। সাধারণ সম্পাদক করা হয়েছে সেলিম হককে।

অনুমোদিত আংশিক কমিটির ৮ সহসভাপতি হলেনু মবশ্বির আহমদ, মুজিবুর রহমান, পান্না দত্ত, মহিউদ্দিন ফহিম চৌধুরী, মামুনুর রশিদ সাজু, সন্দীপ দাস, শেখ রুমেল আহমেদ ও গৌছ উদ্দিন নিক্সন।

যুগ্ম সম্পাদক পদে আছেন সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রজিব, হোসেন মো. ওয়াহিদ সৈকত। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল আজিজ। এ ছাড়া কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

নবগঠিত মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ  সম্পন্ন করা হবে।

২০২২ সালের ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাস ছয়েক আগে সভাপতি পদে ৯ ও সাধারণ সম্পাদক পদে ১০ নেতা জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। তাদের মধ্য থেকে ১৬ জনের নাম উল্লেখ করে আংশিক কমিটির ঘোষণা দেয় কেন্দ্র।

আরও পড়ুন

×