ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে এক দিনে পাঁচ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে এক দিনে পাঁচ লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এক দিনে পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে লুৎফর রহমান জনি (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। স্ত্রীর পাশে কবর দেওয়ার জন্য বাবা-মাকে অনুরোধ জানিয়ে একটি চিরকুট লিখে গেছেন তিনি।

জানা গেছে, ৩৫ দিন আগে একই ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জনির স্ত্রী স্বর্ণা আক্তার। জনি আটি হাউজিং এলাকার প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আউয়াল মিয়ার ছেলে।

মৃত্যুর আগে জনি চিরকুটে লেখেন, ‘আব্বা ইচ্ছায়-অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছি। পারলে মাফ করে দিয়েন। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন। স্বর্নার পাশে আমারে কবর দিয়েন। স্বর্নারে ছাড়া একটা দিন এক বছরের মতো লাগে। তাঁর মৃত্যুর ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হয়েছে।’ মায়ের কাছেও মাফ চেয়েছেন তিনি।

একই দিন শিমরাইল মোড়ে কোমল মিনি বাসস্ট্যান্ড থেকে মছিবুর রহমান (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। চালকের সহকারীর কাজ করা মছিবুর বাসে ঘুমিয়ে ছিলেন। সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল না।

আদমজীর সুমিলপাড়ার জহির মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া সাজ্জাদ হোসেনের স্ত্রী নাসরিন আক্তারের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

এ ছাড়া শনিবার বিকেলে আটি হাউজিং এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফুয়াদের ছেলে মো. স্বাধীনের (১১) লাশ পাওয়া গেছে। বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

আঁটি ওয়াপদা কলোনির বউবাজার থেকে শনিবার রাতে হাসিনা আক্তার (২৭) নামের আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বউবাজারের মো. রাসেলের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্বামী মো. সানি দিনমজুরের কাজ করতেন। কী কারণে হাসিনা আক্তার ‘গলায় ফাঁস দিয়ে’ আত্মহত্যা করেছেন, তা তাঁর স্বামী বলতে পারেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, পাঁচটি মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় চারটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×