ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

নিয়োগবাণিজ্য

যবিপ্রবি কর্মকর্তার পদোন্নতি স্থগিত, কর্মচারী বরখাস্ত

যবিপ্রবি কর্মকর্তার পদোন্নতি স্থগিত, কর্মচারী বরখাস্ত

যশোর অফিস

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ২২:৪৩

চাকরিতে নিয়োগবাণিজ্যে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপপরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামানের আগামী পাঁচ বছর পদোন্নতি ও তিনটি বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। এ ছাড়া চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সিনিয়র টেলিফোন অপারেটর ফয়সাল কবিরকে।

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অভিযোগ-সংক্রান্ত কমিটি রিজেন্ট বোর্ডে প্রতিবেদন পেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুই সিদ্ধান্ত ছাড়াও রিজেন্ট বোর্ডের সভায় প্রশ্ন ফাঁস-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ায় দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হাজ্জাজ বিন আজিজকে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার পিটিআর বিভাগের শিক্ষার্থী নুরুল সাদিক সজীবকে বহিষ্কার করা হয়েছে।


আরও পড়ুন

×