ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়েরও মৃত্যু

প্রতীকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৭
টাঙ্গাইলের ভূঞাপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বড় ভাই। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বড় ভাইয়ের নাম আবুল হোসেন, ছোট ভাই নুরুল আমিন। তাঁরা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের চর নিকলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
রোববার রাত ৯টার দিকে নুরুলকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পরে সোমবার বেলা ১১টার দিকে আবুলকে তার ছোট ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল দীর্ঘদিন ধরে হৃদরোগের কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে নূরুল মারা যান। একই দিন সন্ধ্যায় স্বজনরা তার ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানালে চিকিৎসাধীন অবস্থায় আবুলও মারা যান।
নুরুল ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। আবুল যমুনা ফার্টিলাইজার সারকারখানায় চাকরি করতেন।
অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া জানান, দুই ভাইয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই এক ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে অপর ভাইও মৃত্যুবরণ করেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনরা শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন।