ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা-১৯ আসনে আ.লীগের মনোনয়ন চাইলেন ইউপি চেয়ারম্যান

ঢাকা-১৯ আসনে আ.লীগের মনোনয়ন চাইলেন ইউপি চেয়ারম্যান

আশুলিয়া প্রেস ক্লাবের সামনে সাইফুল ইসলামের সংবাদ সম্মেলনে স্থানীয় বিশিষ্টজনরা। ছবি-সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভারের একাংশ ও আশুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মনোনয়ন পেলে শ্রমিকদের সঙ্গে নিয়ে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। 

শুক্রবার সকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে স্থাপিত মঞ্চে সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন নিয়ে তাঁর প্রত্যাশার কথা জানান সাইফুল ইসলাম। এ সময় তিনি দাবি করেন, স্থানীয় দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও ৩৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীর অনুরোধে নির্বাচনে অংশ নিতে চান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিশিষ্টজনও উপস্থিত ছিলেন।

নিজেকে সৎ, দূরদর্শী ও সাহসী হিসেবে উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, আটটি ইউপি ও একটি পৌর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসন। সাভার পৌরসভা ও তিন ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৯৩ হাজার। আশুলিয়া থানার পাঁচ ইউপিতেই ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার। তিনি যে ইউপির চেয়ারম্যান, সেই ধামসোনায় ১ লাখ ৯৬ হাজার ভোটার রয়েছেন।

তিনি বলেন, শিল্প এলাকা হওয়ায় এখানে দেশের নানা প্রান্তের লোকজন বসবাস করেন। তিনিও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে তাদের সেবা দিয়ে আসছেন। প্রায়ই কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ হয়। তিনি সব সময় শ্রমিকদের নিয়ে এসব সমাধানে চেষ্টা করেন। 

এ আসনে দলের একাধিক নেতা মনোনয়ন চাইছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের উদাহরণ দেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘বাগানে অনেক ফুল ফুটবে। যে ফুলটি সবচেয়ে সুন্দর, সেই ফুলটি আমি বেছে নেব।’ অতএব দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই আমরা কাজ করব।” প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তা মেনে নেওয়ারও আশ্বাস দেন সাইফুল।

সংবাদ সম্মেলনে উপজেলার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, ঢাকা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনামুল হক মুন্সীসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×