ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

হুইপ সামশুলকে মনোনয়ন দিলে আত্মহত্যার হুমকি যুবলীগ নেতার

হুইপ সামশুলকে মনোনয়ন দিলে আত্মহত্যার হুমকি যুবলীগ নেতার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:১১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২০

চট্টগ্রামের পটিয়া আসনের সরকারদলীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন দিলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে পটিয়া শহরের একটি হোটেলে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন এ ঘোষণা দিয়েছেন।

তিনি ঘোষণা দেন, দলীয় মনোনয়নের দিন তিনি সপরিবারে গণভবনের সামনে বিষ নিয়ে অপেক্ষা করবেন এবং সামশুল হক মনোনয়ন পেলেও যাতে পটিয়ায় ঢুকতে না পারে সেজন্য কয়েকটি কমিউনিটি সেন্টারে নারীদের জমায়েত করে রাখবেন।

স্থানীয় সূত্র জানায়, জমির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও রয়েছে।

তবে জমির উদ্দিনের দাবি, এসব মামলার কলকাঠি নেড়েছেন এমপি সামশুল হক। তবে এমপি তা অস্বীকার করেছেন।

এ বিষয়ে শনিবার মুখ খুলেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের এমপি সামশুল হক। তিনি পটিয়া পৌর সদরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘এখন তারা কোনো দিক থেকে বদনাম করতে পারে না। তাই নাকি হুমকি দিচ্ছে আমাকে পুনরায় মনোনয়ন দিলে সপরিবারে বিষ খেয়ে আত্মহত্যা করবে। আরে ভাই বিষ খাওয়ার দরকার নাই। প্রধানমন্ত্রী বলে দিক, আমি ঘরে চলে যাবো।’

তিনি আরও বলেন, এটা (রাজনীতি) আমার ব্যবসা না। এটাতে লাভের চেয়েও লোকসান বেশি। গত ১৪ বছরে ব্যবসা করলে আমি মাইলফলক করতে পারতাম। আমার আয়ের এক ভাগ পরিবারের জন্য খরচ করি, আর দুই ভাগ জনগনের জন্য। আমি গত ১৪ বছরে দেশের কোনো প্রান্তে একটি জমি কিংবা ফ্ল্যাট কিনি নাই। যা আছে তা এমপি হওয়ার আগের। 

এমপি সামশুল বলেছেন, গত সাড়ে ১৪ বছরে কিছু কিছু অপকর্মকারী, দুষ্কৃতকারী নানান ধরনের ষড়যন্ত্র করে গেছে। তারা চাদাবাজি করতে পারেনি। কিশোর গ্যাংয়ের তৎপরতা চালাতে পারেনি। জমি দখল করতে ব্যর্থ হয়েছে। পটিয়ার বাইপাসে রাতের আঁধারে টর্চলাইট মেরে গাড়ি থামিয়ে ছিনতাই করতে পারেনি। তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে।

আরও পড়ুন

×