মদনে বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত

প্রতীকী ছবি
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৫:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নেত্রকোনার মদনে পৃথক স্থানে বজ্রপাতে রায়হান (১০) নামের এক শিশু ও ইয়াহইয়া (২৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনায় আরেক শিশুসহ তিনজন আহত হয়।
নিহত ইয়াহইয়া উপজেলার গোবিন্দশ্রী গ্রামের পশ্চিমপাড়া মন্জুল হকের ছেলে ও শিশু রায়হান একই গ্রামের বারঘরিয়া সেলিম মিয়ার ছেলে।
জানা গেছে, সকালে গোবিন্দশ্রী গ্রামের বিজ্জুয়াল হাওরে পাকা ধান কাটছিলেন ইয়াহইয়াসহ আরও তিন কৃষি শ্রমিক। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাট ঘটে। এতে সবাই গুরুতর আহত হন। একই সময় গোবিন্দশ্রী ভাগ্নার হাওরেও বজ্রপাতের ঘটনা ঘটলে কৃষক বাবার জন্য ভাত নিয়ে আসা শিশু রায়হান ঘটনাস্থলেই মারা যায় এবং তার সঙ্গী দুর্জয় আহত হয়। এলাকার লোকজন উভয় স্থানের আহতদেরকে উদ্ধার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমি আক্তার ইয়াহইয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে ডাক্তার ইমি আক্তার জানান, বজ্রপাতে আহত কৃষিশ্রমিক ইয়াহইয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায় এবং অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান এ কে এম নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।