ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে করোনা রোগী বেড়ে ৯

আড়াইহাজারে করোনা রোগী বেড়ে ৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৫:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছেন।

৩২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার বিশনন্দী ইউনিয়নে। এ নিয়ে আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯ রোগী শনাক্ত হলেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তি বুধবার জ্বর ও কাশি নিয়ে তার কাছে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। উপসর্গ দেখে সন্দেহ হলে পরদিন তার
নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। সেখানে তার করোনা ভাইরাস পজিটিভ আসে।

উত্তম কুমারা জানান, এই ব্যক্তি কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন

×