ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কুমিল্লায় এবার ফার্মাসিস্টসহ ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত

কুমিল্লায় এবার ফার্মাসিস্টসহ ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ফার্মাসিস্ট আক্রান্ত হয়েছেন। দুই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কুমিল্লার চান্দিনায় এক চিকিৎসক, প্যাথলজি টেকনিশিয়ান ও এক্স-রে টেকনিশিয়ান আক্রান্ত হয়েছিলেন। মেঘনা উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন জানান, তাকে বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান করা হবে। বুধবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। শনিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এ দিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল আলম সুমন জানান, দাউদকান্দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী ফার্মাসিস্ট আক্রান্ত হয়েছেন। তার বয়স ৪০। তিনি কোয়ার্টারে অবস্থান করছেন। এ নিয়ে দাউদকান্দিতে সাতজন আক্রান্ত শনাক্ত হলেন। এ নিয়ে শনিবার বিকেল পর্যন্ত কুমিল্লায় মোট ৩২ জন করোনাআক্রান্ত শনাক্ত হলেন।

আরও পড়ুন

×