যমুনায় নৌকা ডুবি: নারীর মরদেহ উদ্ধার, শিশুসহ নিখোঁজ ২

প্রতীকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১০:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া চর এলাকার যমুনা নদী থেকে অলিফা (২২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার দীঘলকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। তবে এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ইজলসিং গ্রামের ফজলুল হকের স্ত্রী রত্না বেগম (২০) এবং তাদের ছেলে রবিউল (৭)।
জানা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় করোনা ঝুঁকি নিয়ে অনেকেই পিকআপ, মিনি ট্রাকসহ বিভিন্ন উপায়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছেন। কিন্তু ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে পুলিশের ভয়ে এসব মানুষজন বিভিন্নস্থানে নেমে ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশাযোগে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাটে আসেন। পরে সেখান থেকে বাড়তি টাকা দিয়ে নৌকাযোগে যমুনা নদী পাড় হয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছেন। শুক্রবার দুপুরে একইভাবে গোবিন্দাসী থেকে নৌকাযোগে সিরাজগঞ্জ যাওয়ার সময় তীব্র বাতাসে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার প্রায় সবাই তীরে ফিরলেও শিশুসহ দুই নারী নিখোঁজ হন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম এ মান্নান বলেন, শনিবার সকাল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল যমুনা নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, নৌকা ডুবিতে তিনজন নিখোঁজ হওয়ায় ঘটনায় শনিবার উদ্ধার অভিযান চালনো হয়। এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনের খোঁজ এখনও মেলেনি। তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।