ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় বাড়ির মালিককে কুপিয়ে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় বাড়ির মালিককে কুপিয়ে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১২:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ছৈয়দ আলম প্রকাশ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত ছৈয়দ আলমের ছেলে রহমান জুয়েল (২৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাতে পাহাড়তলীর ইউসুলুরঘোনার পার্শ্ববর্তী মধুহাইয়ার ঘোনায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় মো হোসেনের ছেলে আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের ছেলে জাহাঙ্গীর মিলে আকস্মিক ছৈয়দ আলম প্রকাশ ও তার পুত্র জুয়েলকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় বাবা-ছেলে ও বোন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলম প্রকাশকে মৃত ঘোষণা করেন।ছেলে জুয়েলের অবস্থাও আশংকাজনক।

ঘটনাস্থল পরিদর্শন করা এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে হামলাকারী আলমগীর ও অন্যান্যরা ছৈয়দ আলমের ভাইয়ের বাড়িতে ভাড়া থাকেন। ইয়াবা বহন ও সেবনে কয়েকবার তাদেরকে বাধা দেন ছৈয়দ আলম। সর্বশেষ শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ছৈয়দ আলম, তার ছেলে জুয়েল ও বোনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা ছৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, খবর পেয়েছি ইয়াবা সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

আরও পড়ুন

×