ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

খেলতে খেলতে দায়ের কোপ, রোহিঙ্গা শিশু নিহত

খেলতে খেলতে দায়ের কোপ, রোহিঙ্গা শিশু নিহত

প্রতীকী ছবি

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০১ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০১

বান্দরবানের লামা উপজেলায় দায়ের কোপে ৬ বছরের একটি শিশু নিহত হয়েছে। বাশঁখালী পাড়ার মো. হেলালের (১৩) দায়ের কোপে শিশু সাদিয়া মনি নিহত হয়। বৃহস্পতিবার উপজেলার বাশঁখালী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি পাশে খেলতে যায় হেলাল ও সাদিয়া মনি। খেলার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মো. হেলাল দা দিয়ে সাদিয়া মনিকে কোপ দেয়। এতে ঘটনাস্থলে সাদিয়া মারা যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে হেলালকে আটক করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

whatsapp follow image

আরও পড়ুন

×