বগুড়ায় মারা যাওয়া সেই এনামুল করোনায় আক্রান্ত ছিলেন না

বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:২১
জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া বগুড়ার সাবগ্রাম চাঁন পাড়ার সেই এনামুল হক (৪২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
করোনা আইসোলেশন ইউনিট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তির পর রাতে মারা যাওয়া এনামুল হকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রোববার সকাল ৬টা ২৫ মিনিটে তার ফলাফল পাওয়া গেছে। সেখানে তার করোনা নেগেটিভ এসেছে, অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এনামুলক হক নামে ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানার লক্ষণ নিয়ে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪০মিনিটে তার মৃত্যু হয়। পরে তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়।
মৃত এনামুল হকের ছেলে সেদিন জানান, তার বাবা পেশায় মুদি দোকানি। প্রায় ৫ দিন ধরে তার বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। এরপর তিনি স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের ওষুধ সেবন করেন। কিন্তু তাতেও কাজ হয়নি, বরং তার পাতলা পায়খানা শুরু হয়। এ অবস্থায় তাকে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।