ঈশ্বরদীতে প্রবাসীকে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনার ঈশ্বরদীতে দিনাজ প্রামাণিক (৪৫) নামের এক প্রবাসীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার ভোরে উপজেলার গোয়ালবাথান গ্রামে একটি কবরস্থানের সামনে থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিনাজ প্রামাণিক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী জানান, দিনাজ প্রামানিক প্রবাস জীবন কাটিয়ে দুই-তিন বছর আগে দেশে ফিরে বাড়ির জমিজমা দেখাশোনা করতেন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, রোববার সকালে গোয়ালবাথান গ্রামের একটি কবরস্থানের সামনে দিনাজ প্রামাণিকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিক সুরতহালে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।