ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

চাঁদপুরে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুইজন গ্রেপ্তার

চাঁদপুরে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ দুইজন গ্রেপ্তার

উদ্ধার স্বর্ণের বার। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:২৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯:৩৩

চাঁদপুরে পাচারকালে প্রায় পৌনে চার কেজির সাতটি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের গুনরাজদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকার যতীন্দ্র ধরের ছেলে বিকাশ ধর সুমন (৪৩) ও পাহাড়তলীর বনিকপাড়ার ভাড়াটিয়া মাখন চন্দ্রের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।

শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। তিনি জানান, সকালে শহরের গুনরাজদী এলাকার চেকপোস্টে একটি সিএনজিচালিক অটোরিকশা থামানো হয়। সন্দেহ হওয়ায় সিএনজির দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের বেল্টের ভেতর থেকে কচটেপে মোড়ানো অবস্থায় সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর আনুমানিক ওজন পৌনে চার কেজি, যার মূল্য প্রায় তিন কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাচারের উদ্দেশ্যে বারগুলো তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি-না তদন্ত করে দেখা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম।

আরও পড়ুন

×