নাটোরে শ্রমিক ফেডারেশন নেতাকে কুপিয়ে জখম
জখম হওয়া শ্রমিক নেতা নাজমুল শেখ। ছবি: সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৭
নাটোরে জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কান্দিভিটা এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নাজমুল শেখ কান্দিভিটা এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে বসে চা খাচ্ছিলেন। এসময় ৫-৬ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- নাটোর
- শ্রমিক ফেডারেশন
- কুপিয়ে জখম