ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে পথচারী নিহত

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে পথচারী নিহত

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৪২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে সাব্বির হোসেন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন রাজশাহীর বোয়ালিয়া উপজেলার শালবাগান এলাকার প্রয়াত ইদ্রিস আলীর ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সান্তাহার তারাপুর লেভেলক্রসিং দিয়ে পারাপারের সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি সাব্বির হোসেনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আরও পড়ুন

×