দপ্তরির হাতে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীদের

প্রতীকী ছবি।
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৫৯
যশোরের শার্শায় সাড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সাইফুল ইসলাম সুমন কর্তৃক পঞ্চম শ্রেণির একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক ও সভাপতি কোনো পদক্ষেপ না নেওয়ায় অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা অভিভাবকদের।
অভিযুক্ত সাইফুল ইসলাম সুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের ছোট ভাই। অভিভাবকদের অভিযোগ, আউটসোর্সিংয়ের মাধ্যমে দপ্তরি কাম প্রহরী পদে সাইফুলকে নিয়োগ দেন তার ভাই। নিয়োগের পর থেকে নাবালিকা ছাত্রীদের তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করেন। শিশুদের নিরাপত্তার স্বার্থে তাকে বিদ্যালয় থেকে সরানোর দাবি এলাকাবাসীর।
সর্বশেষ ১৮ সেপ্টেম্বর এক ছাত্রী তার বাবাকে সুমনের বিরুদ্ধে জানান। এরপর থেকে সুমন পলাতক। তার বিরুদ্ধে একে একে ১২ জন অভিভাবক প্রধান শিক্ষক ও সভাপতিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।
এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, অভিভাবকেরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছি। তদন্ত কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
- বিষয় :
- যৌন হয়রানি
- শিশু নির্যাতন
- যশোর