স্পেনে নাইট ক্লাবে আগুন, নিহত অন্তত ১৩
রোববার স্থানীয় সময় ভোর ছয়টায় এই আগুন লাগে। ছবি: বিবিসি থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১০:১২ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ১৩:৫৩
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র।
রোববার স্থানীয় সময় ভোর ছয়টায় আটালায়াস এলাকার জনপ্রিয় টিয়েটার নাইট ক্লাবে এই আগুন লাগে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আটালায়াস নাইট ক্লাবে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।’
অগ্নিকাণ্ডকে ভয়াবহ উল্লেখ করে তিনি স্প্যানিশ টিভি চ্যানেলকে জানান, বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারীরা তাদের খোঁজ করছেন।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
- বিষয় :
- স্পেন
- আগুন
- অগ্নিকাণ্ড
- নিহত