ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ১২:৩৮

বিপিসির আশ্বাসের প্রেক্ষিতে খুলনায় আপাতত ধর্মঘট স্থগিত করেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ রোববার দিনভর ধর্মঘট শেষে বিকেল সাড়ে পাঁচটায় এই সিদ্ধান্ত নেন তারা।

জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, কমিশন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের দাবিতে সকাল ৮টা থেকে তারা ধর্মঘট শুরু করেছিলেন। নগরীর খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিপিসি কর্তৃপক্ষ ২-৩ দিনের মধ্যে তাদের দাবি কার্যকরের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। 

তিনি আরও জানান, আগামীকাল সোমবার সকাল থেকে তিনটি ডিপো থেকে যথারীতি জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ করা হবে।

আরও পড়ুন

×