কোমাৎসু জাপান ও ডিমো বাংলাদেশের চুক্তি
--
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৮:০০
নির্মাণ ও খনির সরঞ্জাম প্রস্তুতকারক কোমাৎসু লিমিটেড জাপান ডিমো বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জাপানের কোমাৎসু লিমিটেডের গ্রুপ ম্যানেজার কাজুমা নাকানিশি ও কোমাৎসু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইয়াসুনরি ফুজি এবং ডিমো বাংলাদেশের নির্বাহী পরিচালক চামিন্দা রানওয়ানা চুক্তির অনুলিপি বিনিময় করেন। অনুষ্ঠানে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বাংলাদেশের পরিচালক ফাহাদ আলম রাদের হাতে প্রতীকী চাবি তুলে দেওয়া হয়।