- সারাদেশ
- ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাইক্রোবাস চালকের
ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাইক্রোবাস চালকের

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় পিষ্ট হয়ে মিন্টু শেখ (৩৫) নামের এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মাওয়া-ভাঙ্গা মহাসড়কের মালীগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিন্টু গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভর্দী গ্রামের মৃত আকমান শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভাঙ্গা আজিমনগর মোড়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী মাইক্রোবাস রওনা দেয়। কুয়াশা ও মহাসড়ক নির্মাণের কাজ চলমান থাকায় চালক গাড়ি থেকে নেমে পথ চেনার উদ্দেশ্যে মহাসড়কে দাঁড়ান। এ সময় অপর দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মিন্টুর দেহ থেকে মস্তক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন