- সারাদেশ
- সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফারুক হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় থানার ছোটকাশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ফারুক একই থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটার দিকে ছোটকাশিপুর এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হন বিদ্যুৎ শ্রমিক ফারুক। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, শ্রমিক মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন