- সারাদেশ
- সড়ক অবরোধ করে বিক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
স্কুলছাত্রী জেরিন হত্যা
সড়ক অবরোধ করে বিক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

জেরিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা- সমকাল
হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাদিনাতুল কোবরা জেরিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজার হাজার সাধারণ মানুষ।
বুধবার দুপুরে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের ধল এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় সড়কের উভয় পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিগগিরই দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। নিহত জেরিন ধল গ্রামের আব্দুল হাই মিয়ার কন্যা।
বিক্ষোভকারীরা বলেন, জেরিন খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। এ বছর পর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। জেরিনের এমন মৃত্যু আমরা গ্রামবাসী মেনে নিতে পারছি না। আমরা চাই দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। তারা বলেন, আমরা এক জেরিনকে হারিয়েছি। আর কোনো জেরিনকে যাতে এভাবে জীবন না দিতে হয় সে জন্য আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিক্ষোভে আব্দুল আহাদ মাস্টার, রফিক মেম্বার, বাচ্ছু মিয়া, আরব আলী, মুক্তার হোসেনসহ ধল গ্রামের হাজারো জনগণ অংশগ্রহণ করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, জেরিনের মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। তবে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে দ্রুতই ঘটনার ক্লু উৎঘাটন ও মূলহোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আশা করি দ্রুতই অপর দুইজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা যাবে।
মন্তব্য করুন