ফেনীর ছাগলনাইয়া উপজেলায় একটি বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে বুধবার দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ সময় ছাগলনাইয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে শত শত গাড়ি আটকা পড়ে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ ছাত্র পরিষদের প্রতিনিধি ও মহুরীগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

সাধারণ ছাত্র পরিষদের প্রতিনিধি আশ্রাফুল হক যোবায়ের, আবু সাঈদ ও ইমরান হোসেনসহ অনেকে সমকালকে জানান, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটির পর উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আক্কাস আলীর বখাটে ছেলে একরামুল হক (১৯), সাইফুলের ছেলে শরীফুল ইসলাম ও দেলোয়ারের ছেলে রিমনসহ তাদের সাঙ্গ-পাঙ্গরা দুর্গাপুর হাবিব উল্যা খান উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি করে যৌন হয়রানি করতে থাকে। এসময় বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসেন ও আবু সাঈদসহ ছাত্ররা প্রতিবাদ করলে বখাটের দল তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে সকালে শিক্ষার্থী ও এলাকাবাসী বখাটেদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুন হক সমকালকে জানান, এলাকার কিছু বখাটে প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় সাধারণ ছাত্রদেরকে মারধর করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ করে।