উচ্চ আদালত (হাইকোর্টের) ভুয়া জামিন দাখিল করে আসামিকে মুক্ত করার অভিযোগের মামলায় খুলনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আরাফাত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের ভুয়া জামিন আদেশ দাখিলের মাধ্যমে ২০১৮ সালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি রবিউল ইসলামকে জামিনে মুক্ত করেন আইনজীবী আরাফাত। পরে বাদীপক্ষ উচ্চ আদালতের সঠিক কাগজপত্র সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করলে জালিয়াতির বিষয়ে প্রমাণ মেলে। 

এ ঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে খুলনা থানায় ২০১৮ সালের ২১ মার্চ মামলা করেন। সিআইডির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অ্যাডভোকেট মো. আরাফাত হোসেন ও মো. আমজাদ হোসেন গাজী ওরফে আমজাদ মুহুরিকে আসামি করা হয়।