- সারাদেশ
- মানিকগঞ্জে মেয়েকে বেঁধে রেখে মাকে শ্বাসরোধে হত্যা
মানিকগঞ্জে মেয়েকে বেঁধে রেখে মাকে শ্বাসরোধে হত্যা

মানিকগঞ্জের দক্ষিণ সেওতা এলাকায় মাহমুদা বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। বুধবার এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মাহমুদা বেগম পরিবারের সঙ্গে তাদের পাঁচতলা ভবনের দোতলায় থাকতেন। বুধবার সকাল পৌনে ১০টার দিকে তিনজন অপরিচিত ব্যক্তি বাড়ির ভেতর প্রবেশ করে। তারা ওই নারীকে ঘরের ভেতরের খাটের ওপর শ্বাসরোধে হত্যা করে। এ সময় মেয়ে টয়লেট থেকে বের হয়ে মাকে বাঁচাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তার হাত-পা বেঁধে রাখে তারা। চিৎকার করলে তাকেও মেরে ফেলার হুমকি দেয়। এর পর মাহমুদার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে পালিয়ে যায়। গৃহকর্তা জহিরুল ইসলাম তখন ওই ভবনের ছাদে কবুতরকে খাবার দিচ্ছিলেন। মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে বন্ধনমুক্ত করেন।
মাহমুদার মেয়ে জ্যোতি আক্তার জানান, শৌচাগার থেকে বের হওয়ার পরপরই তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভেতরে ঢুকে তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে। তাকে একটি কক্ষে আটকে রাখার পর তিনি মায়ের চিৎকার শুনতে পান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান বলেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে রশি পাওয়া গেছে। খুনিরা রশিটি সঙ্গে নিয়ে এসেছিল। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন