চট্টগ্রামে যুবলীগ কর্মী লোকমান হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ভোরে তাকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। 

গ্রেফতার রাকিবুল ইসলাম ছোটন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নওগাঁও গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে। বর্তমানে নগরের চকবাজার থানার ডিসি রোডের ইদ্রিস কলোনীতে থাকেন। হত্যাকাণ্ডের পর নাম পাল্টে ঢাকায় আত্মগোপন করেন তিনি। গত বছরের ৬ এপ্রিল দুই কিশোরের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে খুন হন যুবলীগ কর্মী এমএইচ লোকমান রনি।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন সমকালকে জানান, লোকমান হত্যাকাণ্ডের পর ছয় আসামীকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানন্দিতে সাইফুল ও ছোটনের গুলিতে লোকমান খুন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। কিন্তু ছোটন পালিয়ে যায়। নিজের বেশভূষা ও নাম পাল্টে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।