ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাজশাহীর সীমান্তে বিজিবির ২৭ রাউন্ড গুলি, অস্ত্র উদ্ধার

রাজশাহীর সীমান্তে বিজিবির ২৭ রাউন্ড গুলি, অস্ত্র উদ্ধার

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০ | ২১:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ | ০৪:৩৬

রাজশাহীর সাহাপুর সীমান্তে মধ্যরাতে ভারত থেকে অস্ত্র পাচারের সময় চোরাকারবারিদের লক্ষ্য করে ২৭ রাউন্ড গুলি ছুড়েছে বিজিবি। পরে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের অ্যামুনেশন উদ্ধার করা হয়।

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টার দিকে লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টহলদল শাহাপুর বিওপির সীমান্ত পিলার ৬৮/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়ের বাগান নামক স্থানে অবস্থান নেয়। এ সময় চারজনের একটি সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারকালে বিজিবির দলটি অস্ত্র পাচারকারীদের মৌখিক বাধা দেয়। তবে তারা বাধা না মেনে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় তাৎক্ষণিক ২৭ রাউন্ড বল এ্যামো ফায়ার করে বিজিবি। ফায়ার করার ফলে অস্ত্র পাচারকারীরা অস্ত্র ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তুল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের অ্যামুনেশন উদ্ধার করে বিজিবি অভিযান শেষ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×