- সারাদেশ
- এবার সেনবাগের পুকুরে মিলল ৩ মাসের শিশুর মরদেহ
এবার সেনবাগের পুকুরে মিলল ৩ মাসের শিশুর মরদেহ

নোয়াখালীর সেনবাগ পৌরসভার একটি পুকুর থেকে তূর্জয় সরকার নামের তিন মাস দশ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত তূর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনেস্টবল সুমন সরকারের ছেলে।
পুলিশ জানায়, কনেস্টবল সুমন সরকার তার পরিবারের সঙ্গে পৌরসভার বিন্নাগনি এলাকায় ভাড়া বাসায় থাকেন। রোববার সন্ধ্যায় বাসার পাশের দোলনায় শিশু তূর্জয় সরকারকে শুইয়ে রেখে বাথরুমে যায় তার মা বেবী সরকার। বাথরুম থেকে ফিরে এসে দোলনায় ছেলেকে দেখতে না পেয়ে কক্ষে ঘুমে থাকা সুমনকে ডেকে তূর্জয়ের কথা জিজ্ঞেস করেন বেবী। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে তূর্জয়ের কোনো সন্ধান না পেয়ে বাসার বাইরে খুঁজতে থাকেন তারা। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে কিছুটা দূরে একটি পুকুরে তূর্জয়ের লাশ ভাসতে দেখা যায়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, ঘটনাটি পুলিশ বিভিন্নভাবে তদন্ত করছে। এ ঘটনায় নিহত শিশুর মা বেবী সরকার ও বাবা সুমন সরকারকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কনেস্টবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বজরাপুর গ্রামের একটি পুকুর থেকে তানজিলা খাতুন ওরফে টিয়া পাখি নামে তিন মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় শিশুটির মা তারিন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মন্তব্য করুন