- সারাদেশ
- সিলেটে ভূমিকম্প অনুভূত
সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বেলা ১টা ১২ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক লুৎফুর রহমান জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের নিকটবর্তী এলাকা।
এদিকে ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর বাসাবাড়ি, বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সিলেট ভূমিকম্পের জন্য অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ এলাকা। ফলে মৃদু্ ভূমিকম্পেই নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। সর্বশেষ গত বছরের ১৯ জুলাই বেলা ৩টার দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার স্থায়িত্ব ছিল প্রায় ১০ সেকেন্ড।
মন্তব্য করুন