কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় সাকিবা জাহান (৭) নামে  এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার বেলা ১২ টায়  উপজেলার রামপুর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাকিবা এতবাপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার কন্যা।  সে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,  সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে কোম্পানীগঞ্জগামী তিশা ক্লাসিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৪৬৩৮৮) সাকিবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

শিশুটির মৃত্যুর খবরে উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাংচুর চালায়। সেই সঙ্গে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে প্রথমে দেবপুর ফাঁড়ি পুলিশ এবং পরে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনার পর গাড়ীর চালক ও হেলপার পালিয়ে যায়।

দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।