বগুড়ার শেরপুরে সড়ক পারাপারের সময় বাসচাপায় জেসমিন আক্তার (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ৩ টায় উপজেলার মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেসমিন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামের লাল চাঁন মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জেসমিন মহিপুর বাজার এলাকায় কাজ শেষ করে সড়ক পার হচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। শেরপুর থানার এস.আই আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।