বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে 'প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন'। আবেদনের পরও পণ্যবাহী ভারী যানবাহন চালানোর জন্য 'ভারী লাইসেন্স' না পাওয়ার অভিযোগ এনে তারা ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেন। 

ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার, লং ভেহিক্যাল ধরনের পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।

এতে লিখিত বক্তব্যে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী জানিয়েছেন, সংগঠনটির অধীনে প্রায় ১৭ হাজার ভারী যানবাহনের চালক রয়েছে। তাদের মধ্যে মাত্র ১৭ থেকে ১৮ শতাংশের ভারী যানবাহন চালানোর লাইসেন্স আছে। বাকি সবাই হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাচ্ছেন; কিন্তু সবার লাইসেন্স প্রয়োজন।

আবু বক্কর ছিদ্দিকী আরও বলেন, হালকা লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চালানোর ফলে চালকরা পুলিশের হয়রানির শিকার হচ্ছে। পুলিশ মামলা দিচ্ছে। এজন্য ২৪ ঘণ্টার ধর্মঘট আহ্বান করা হয়েছে। এই সময়ে চট্টগ্রাম বন্দর, আইসিডি থেকে কোনো ধরনের পণ্য পরিবহন করা হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মাইন উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা ও সাধারণ সম্পাদক অলি আহমদ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা, চট্টগ্রাম ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর প্রমুখ।