ঈশ্বরদী, পাবনা ও পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন এবং সহজ ও দ্রুত যাতায়াতের লক্ষ্যে আরিচা-কাজিরহাট, নগরবাড়ী-দৌলতদিয়া সংযোগকারী যমুনা-পদ্মা বহুমুখী ওয়াই আকারের সেতু নির্মাণের দাবিতে ১৪০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে।

সোমবার এক ঘণ্টাব্যাপী ঈশ্বরদী থেকে জেলার বিভিন্ন উপজেলা হয়ে কাজিরহাট পর্যন্ত এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মণ্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু চৌধুরী, আওয়ামী লীগ নেতা তুতুল বিশ্বাস, ব্যবসায়ী আতিয়ার রহমান, শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য সাঈফ হাসান সেলিম প্রমুখ অংশ নেন। পোস্ট অফিস মোড়ে মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

রেলওয়ে গেট জিরো পয়েন্ট এলাকায় ঈশ্বরদী এসএম মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের মানববন্ধনে যোগ দেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক মালিথা। অধ্যক্ষ আয়নুল ইসলাম, সহকারী অধ্যাপক শহীদুল হক শাহিন, শফিকুল ইসলাম শাহিনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন মানববন্ধনে। বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে বেদুনদিয়া ঢুলটি এলাকায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। নিউ এরার প্রকল্প সমন্বয়ক মোস্তাক আহমেদ কিরণসহ প্রতিষ্ঠানের কয়েকশ' কর্মী এতে অংশ নেন।