- সারাদেশ
- করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী
করোনাভাইরাস নিয়ে সতর্ক অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী -সমকাল
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এ ভাইরাস যেন বাংলাদেশে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের কিছু মানুষ চীনে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।
শুক্রবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, এবার রমজানকে ঘিরে কোন অশুভ শক্তি বা সিন্ডিকেট গড়ে উঠলে তাদের শক্ত হাতে দমন করা হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রমজান মাসকে ঘিরে বাণিজ্য মন্ত্রণালয় ৩০ হাজার টন সয়াবিন তেল, ৩০ হাজার টন পেঁয়াজসহ ছোলা, চিনি আমদানি করবে। দু’একদিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। রমজানের অন্তত ১৫ দিন আগে যেন এসব পণ্য দেশে আসে এবং বাজারে ভোক্তারা যেন কোন পণ্যের সঙ্কট না পান সেদিকে লক্ষ্য রাখা হবে। এছাড়া টিসিবির মাধ্যমে সারা বছর ভোক্তাদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনাও রয়েছে আমাদের।
মন্তব্য করুন