- সারাদেশ
- দুর্বৃত্তদের হামলায় ৩ সাংবাদিক আহত, প্রতিবাদে সড়ক অবরোধ
দুর্বৃত্তদের হামলায় ৩ সাংবাদিক আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সহকর্মীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন সাংবাদিকরা -সমকাল
সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও তার দুই সহকর্মী। এছাড়া দুর্বৃত্তরা একাত্তর টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা রোববার দুপুর সাড়ে ১২টায় জোড়াগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। পরে খুলনা সিটি মেয়র ও পুলিশের আশ্বাসে দুপুর দেড়টার দিকে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু ২ সহকর্মীকে নিয়ে জোড়াগেট এলাকায় খুলনা ওয়াসার পাইপ ফেটে পানি ছড়িয়ে পড়ায় দুর্ভোগ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় ঠিকাদারের লোকজন সাংবাদিক পান্নু, ক্যামেরাপার্সন আরিফুর রহমান সোহেল ও আরেক সহকর্মীকে মারধোর করেন। এছাড়া তারা একাত্তর টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করেন।
তারা আরও জানান, খবর পেয়ে সাংবাদিকরা জোড়াগেট এলাকায় গিয়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর দেড়টার দিকে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের শাস্তির আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন। এ ঘটনায় নগরীর খালিশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন