- সারাদেশ
- চরফ্যাশনে ৬ মাদক বিক্রেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ৬ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন থেকে তাদেরে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-এওয়াজুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল হকের ছেলে মিজান (১৮), আনোয়ার হোসেনের ছেলে হাসনাইন (২০) এবং এওয়াজপুর ৬নং ওয়ার্ডের বাছেদের ছেলে মনির (১৮) , মো. সাদেকের ছেলে তৈয়ব (১৯), সিরাজের ছেলে সুহিন (১৯), মোশারেফ হোসেনের ছেলে জাহিদুল ইসলাম রবিন (১৮)।
শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন