- সারাদেশ
- বরিশালে ডাস্টবিনে নবজাতকের লাশ
বরিশালে ডাস্টবিনে নবজাতকের লাশ

প্রতীকী ছবি
বরিশালে ডাস্টবিনে পড়ে থাকা বাজারের ব্যাগে নবজাতকের লাশ পাওয়া গেছে।
রোববার দুপুরে নগরীর বান্দ রোড বিআইডব্লিউটিএর মূল গেটের সামনের ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিআইডব্লিউটিএর দারোয়ান মো. সুজন বলেন, সকাল থেকে ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ দেখা যায়; কিন্তু কেউ সাহস করে সেটি খোলেনি। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক মো. সবুজ বলেন, নবজাতকের বয়স সাত-আট মাস হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন